কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবো ?


অনলাইনে আয়ের একমাত্র মুলমন্ত্র হচ্ছে আপনাকে সবকিছু ভাল মতো জানতে হবে এবং বিস্তারিত জানতে হবে। আপনি যত বেশি জানার চেষ্টা করবেন সবকিছু তত বেশি সহজ হয়ে যাবে। শেখার পিছে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি আয়ের কাছাকাছি চলে যাবেন। ১৫/২০ হাজার টাকা বেতনের জন্য মানুষ ১৮-২০ বছর পড়াশোনা করে, তাহলে অনলাইন থেকে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আয়ের জন্য কত বেশি পড়া দরকার? অন্তত ২থেকে ৬ মাস শুধু পড়াশোনার ধৈর্য্য যাদের আছে তাদের জন্য আমাদের এই ঘাম ঝড়ানো আয়োজন।



Latest
First